পীরগাছায় অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সেবা প্রদান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেবল যে যোগাযোগই বাড়ায় তা নয়, বরং এর মাধ্যমে অনেক জনহিতকর কার্যক্রম, মানবতার সেবাসহ আরো অনেক বৃহৎ কার্যক্রম করা সম্ভব। আর এটাই প্রমাণ করেছে ‘এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ’ নামের ফেসবুক গ্রুপ। শুক্রবার এই ফেসবুক গ্রুপের উদ্যোগে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে ১৫০০ শীতবস্ত্র বিতরণ ও ৫০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল হক মাস্টার, আব্দুল কাদের মন্ডল সুজা প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ১৫০০ শীতবস্ত্র এবং পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সম্পূর্ণ কার্যক্রমটি চলে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

এদিকে শনিবার কুষ্টিয়া জেলা ও আগামী ১৮ তারিখে লালমনিরহাট, কুমিল্লা, সিলেট, ভোলাতেও একযোগে শীতবস্ত্র বিতরণ করা হবে।

শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে সহযোগিতা করেন জান্নাতুল ফেরদৌস, ডক্টর নুসরাত আফরোজ, মোঃ আতিকুর রহমান, মোঃ নাজমুল হোসেন মামুন, মোঃ আকতারউজ্জামান ফরিদ, মোঃ মাহমুদুল নাবি জুয়েল, জিসান চৌধুরী, সিরাজুল মেহেদী, সাদাত পলিন, মিন্টু সিরাজ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হাফিজ, মিনহাজ সোহেল, শাহাদাত হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ মোয়াজ্জেম মিলন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top