ভারতে করোনা আক্রান্ত ৯৮ লাখ ছাড়িয়ে গেল

ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০,০০৫ জন। মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটায় আগের চেয়ে বেড়ে গেল মোট সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

শনিবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ লাখ ২৬ হাজার ৭৭৫। অন্যদিকে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৬২৮।
মোট সংক্রমণের মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজার ৪৯৪ জন। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জন।

Share this post

scroll to top