ময়মনসিংহে ২১ ডিসেম্বর থেকে প্রিমিয়ার লিগের খেলা শুরু : লোগো উন্মোচন

mymensingh-Premiur-Ligueময়মনসিংহ জেলা প্রশাসক ও প্রশাসনের সহযোগিতায় মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াচ্ছে নতুন টুর্নামেন্ট ‘ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, আশরাফুল ছাড়াও যুব বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার আকবর আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান ও তৌহিদ হৃদয় খেলবেন এমপিএলে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে লোগো উন্মোচন করা হয়েছে। আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ম্যাচ হবে নয়টি। দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে এমএমসিএ’র প্রেসিডেন্ট দিলীপ পান্ডে, সাধারন সম্পাদক আতাউর রহমান, টুনামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, টুনামেন্টের উপদেষ্ঠা সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন, টুনামেন্টের উপদেষ্ঠা আনোয়ার হোসেন ও ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা ছয়টি দল তথা ময়মনসিংহ টাইগার, ময়মনসিংহ ঈগল, ময়মনসিংহ রাইডারস, ময়মনসিংহ সিক্সারস, ময়মনসিংহ ওয়ারিয়রস ও ময়মনসিংহ থান্ডারের মধ্যে জার্সি বিতরণ করেন। এই ৬টি দলের প্রত্যেক দলে দুইজন করে জাতীয় তারকা খেলবেন ।

মুজিব শতবর্ষের বিশেষ আয়োজনে টুর্নামেন্টটি হবে ১০০ বলের। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শুক্রবার মুকুল নিকেতন স্কুলে অনুষ্ঠিত হবে। মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের নিয়ে ১২ জনের আইকন পুল করা হয়েছে। অংশগ্রহণকারী ছয় দল দুইজন করে আইকন খেলোয়াড় নিতে পারবে। এরপর ছয় দল স্থানীয় ১৩জন ক্রিকেটার দলভুক্ত করবে। ড্রাফটে থাকবেন ১০০ জনেরও বেশি খেলোয়াড়।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৭৫ হাজার টাকা। সেমিফাইনাল ও ফাইনালের আগে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানি ১০ হাজার। শেষ তিন ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

১২ আইকন ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানী, আরাফাত সানী, শুভাগত হোম, আকবর আলী, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন।

Share this post

scroll to top