পরীক্ষা নেয়ার দাবি ইবি শিক্ষার্থীদের

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষবর্ষের পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

শিক্ষার্থীদের দাবি, তারা করোনা মহামারিতে পরীক্ষা শেষ না হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরিতে আবেদনে করতে পারছে না। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ইবি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও অনুভব করছি। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।’

Share this post

scroll to top