মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে একটি পিকআপভ্যান দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জুয়েল জানান, কুমিল্লাগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।