যশোর সীমান্তে সাত কেজি স্বর্ণ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বেনাপোল সীমান্তের ৩৯ নম্বর সীমানা পিলার থেকে বাংলাদেশের ৩০০ গজ অভ্যন্তরে শাহজাদপুর মাঠে মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় চার কোটি নব্বই লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার দুপুরে বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মো. নুর আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনার সময় এসব স্বর্ণ উদ্ধার হয়। মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণ মাঠের মধ্যে পড়ে ছিল। এসব স্বর্ণ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Share this post

scroll to top