ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদ পারুল (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ক্যান্সারে আক্রান্ত পারুল হার্ট ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি হন। তিনি দিন আগে তিনি করোন রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
মাহমুদ ওই হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। তার বাড়ি হালুয়াঘাটে। এছাড়া হাসপাতালে বর্তমানে ৩৪ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন।