ময়মনসিংহ আইনজীবি সমিতির ১১৬ জন এপিপি এবং এজিপিকে অব্যাহতি দেয়ায় আইনজীবিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজমান করছে। এনিয়ে অব্যাহতি প্রাপ্তরা আজ বুধবার সারাদিন অবস্থান কর্মসূচী পালন করেছে। নতুন নিয়োগকৃতদের অনেকেই অব্যাহতি প্রাপ্তদের সাথে একাত্বতা পোষণ করেছে।
জানাযায়, পিপি, এপিপি ও এজিপি নিয়োগের মাধ্যমে সরকার পক্ষের মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করলেও ময়মনসিংহে তার উল্টো। দীর্ঘদিন ধরে ১১৬জন আইনজীবি এপিপ ও এজিপি হিসেবে দায়িত্ব পালন করলেও গত মঙ্গলবার ৪৪জনকে এপিপি ও এজিপি নিয়োগ দিয়ে এক আদেশ জারি হয়। তাদের মধ্যে অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন জুনিয়র আইনজীবওে রয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামী রোববারের মধ্যে এ ঘটনার সুরাহা না হলে আন্দোলনকারীরা সরকারি আইন কর্মকর্তা (পিপি), নারী শিশুর পিপি ও সরকারি কৌঁসুলি (জিপি)কে কোর্ট থেকে বয়কটের সিদ্ধান্ত নিবে জেলা আইনজীবি সমিতির আইনজীবিরা। এছাড়াও অনিয়ম করে জেলা আইনজীবি সমিতির নতুন ভবনে রুম বরাদ্ধ দেয়া ও নতুন বিল্ডিং নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনকারীরা এডভোকেট আবুল কালাম আজাদকে আহবায়ক করে একটি প্রতিরোধ গঠন করেছে।