ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে মারধরের বিষয় নিয়ে থানায় দায়ের করা মামলা প্রত্যাহার, পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় উচাখিলা বাজারে বিক্ষোভ মিছিল বের করে মামলা প্রত্যাহার ও অধ্যক্ষের পদত্যগ এবং বিচার দাবি করা হয়।
জানা যায়, উপজেলার উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিমকে গত ৩ জানুয়ারি সন্ধ্যায় পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ তোলা হয়। ওই ঘটনায় গত রোববার ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। এতে উচাখিলা ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক শাহেদুল খান, ছাত্র সমাজের সভাপতি রবিউল হাসান খানসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়।
এদিকে অধ্যক্ষের দায়ের করা অভিযোগটি পুলিশ তদন্ত করছে বলে জানা যায়। মঙ্গলবার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ঘটনাটির তদন্তে এলাকায় যান।
মঙ্গলবার সন্ধ্যায় উচাখিলা জাতীয় পার্টির কার্যালয় থেকে মামলা প্রত্যাহার, অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে এই মিছিল বের করা হয়। এলাকাবাসীর ব্যানারে বের হওয়া এই মিছিলে উচাখিলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলে আরো ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু কায়সার, যুব সংহতির আহ্বায়ক শাহেদুল খান, ছাত্র সমাজের রবিউল হাসান খান প্রমুখ।