ঈশ্বরগঞ্জে মাস্ক না পড়ায় ২১হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ ইউএনওময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় পথচারী, বাসযাত্রী ও ক্রেতা-বিক্রেতাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চৌরাস্তা মোড় ও বাজারের বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পথচারী,ক্রেতা-বিক্রেতা এমনকি দোকানদারসহ মোট ১৯ টি মামলায় ভিন্ন ভিন্ন পরিমাণে সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে ২১৩০০ টাকা জরিমানা করেছেন।

সারাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের হাত থেকে জনসাধারণকে সুরক্ষার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। তিনি আরও বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।

Share this post

scroll to top