রাজধানীতে ভবন থেকে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ৪

রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জ্বল মিয়া (২৪)। তারা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, শনিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয়। সেইসঙ্গে মামুন পারভেজ ও সুমন শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

Share this post

scroll to top