পটুয়াখালীর দশমিনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামের বাড়ীর বসতঘরের পাশে ছাগল রাখার ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির ছেলে ইমরান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানান পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি জমি বিক্রি নিয়ে ছেলের সাথে বিবাদ ছিল নজরুলের। তবে এ কারণেই যে খুন হয়েছে সেটি নিশ্চিত নয়। তবে ছেলে ইমরান পলাতক রয়েছেন বলে জানান তিনি।