যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে

ছয় মাসের বেশি সময় পর যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার কমপক্ষে ১ হাজার ৭০৭ জন মারা গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার সকালে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় কমপক্ষে এক জন করে মারা যাচ্ছে। বুধবার দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর গত ২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ডা. জোনাথন রেইনার বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হবে। তিন সপ্তাহ আগে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারাই এখন মারা যাচ্ছে।

Share this post

scroll to top