বাসে আগুন: ১৬ মামলায় গ্রেপ্তার ৪৭

রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রোববার (১৫ নভেম্বর ) দুপুর পর্যন্ত ১৬ টি মামলা করেছে পুলিশ ।এসব মামলায় সর্বশেষ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ১৬ টি মামলা হয়েছে ।মতিঝিল, বিমানবন্দর, উত্তরা, শাহাবাগ, কলাবাগান, খিলক্ষেত, মোহাম্মদপুর ,সূত্রাপুর থানায় এসব মামলা করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় । এর মধ্যে শাহবাগে ৬, কলাবাগানে ২১, উত্তরা পূর্ব ৯, সূত্রাপুর ৮ এবং মতিঝিল থানায় সর্বশেষ দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুরের পর এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Share this post

scroll to top