ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ আটক ১

Mathar-Khuliময়মনসিংহে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব খুলি ও হাড় সংগ্রহ করা হয়েছে। খুলি ও হাড় থানা হেফাজতে রাখ হয়েছে। উদ্ধারকৃত খুলিগুলো ফরেনসিক পরীক্ষা করতে সিআইডি তাদের কার্যক্রম শুরু করবে।

Share this post

scroll to top