জামালপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

TRAINজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নয়ন তারা নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয় ওই নারীর দুই শিশু সন্তান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ষয়টি নিশ্চিত করেছেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত বুকিং সহকারী জাহাঙ্গীর আলম।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আওনা ইউপির অ্যাডভোকেট মতিউর রহমান রেল স্টেশনের দক্ষিণ পাশে স্থল-বাটিকামারী রোডের নাপিতবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়নতারা আওনা ইউপির চানপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। আহত দুই শিশু হলো মেয়ে নিশা ছেলে ইয়াসিন।

জগন্নাথগঞ্জ ঘাটের ব্যবসায়ী আবু বক্করের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম জানান, রেললাইন দিয়ে ওই নারী পায়ে হেঁটে যাবার সময় বিপরীত দিক থেকে যমুনা সেতুপূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ধলেশ্বরী ট্রেনে কাটা পড়ে। এ সময় নয়নতারার দুই পায়ের গোড়ালির নিচে পুরোটা থেতলিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা গুরুতর আহত তার দুই শিশু সন্তানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Share this post

scroll to top