রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে হেরোইনসহ সামিউন জামান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ নভেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য নিশ্চিত করেছে।

সামিউনের বাড়ি রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায়। তার বাবার নাম শরিফুর জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে সামিউন জামানকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে ৮০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ করা হোরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় সামিউনের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this post

scroll to top