চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর ফলে টানা তৃতীয়বার এবং সব মিলে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।
বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। বিকেল সাড়ে তিনটার কিছু পরে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিচারপতিরা, শিক্ষকসহ সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করে আওয়ামী লীগের সংসদীয় দল।
১৯৯৬ সালের ১২ জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে আসেন তিনি। এরপর নবম থেকে একাদশ সংসদ পর্যন্ত টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশের ইতিহাসে যেটি রেকর্ড।