ঢাকা-১৮ উপ-নির্বাচন: যান চলাচলে বিধিনিষেধ

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) যানবাহন চলাচলে বিধিনিষেধ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে ইসি।

এতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের মধ্যরাত অর্থ্যাৎ বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাশাপাশি মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের পাশাপাশি একই নির্দেশনা সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের জন্যও প্রযোজ্য হবে।

রাজধানীর উত্তরা, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলখেত থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

গত ৯ জুলাই এই আসনের সাবেক সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

Share this post

scroll to top