এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে রাস্তায় নামছে শিক্ষার্থীরা

আগামী বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ‘করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা নয়’ স্লোগানে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) দেশব্যাপী কর্মসূচি পালন করা হবে। এসব দাবিতে ইতোধ্যে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করেছে অনেক শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ নভেম্বর) উল্লিখিত কর্মসূচি ঘোষণার তথ‌্য নিশ্চিত করেছে সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলন সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপের অ‌্যাডমিন তানভীর আহমেদ হৃদয়।

হৃদয় জানায়, করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে আগামী শুক্রবার সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) একই দাবিতে রাজধানীসহ একাধিক জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে পরীক্ষার্থীরা ছয়টি দাবি জানিয়েছে।

দাবিগুলো হলো—
১. করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত স্কুল খোলা যাবে না।
২. করোনাকালে কোনো ধরনের পরীক্ষা (স্কুলের বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও এসএসসি পরীক্ষা) নেওয়া যাবে না।
৩. স্কুলে শিক্ষা কার্যক্রম ৮ মাস বন্ধ ছিল। তাই এসএসসি পরীক্ষা ৮ মাস পেছাতে হবে।
৪. পরীক্ষা ৮ মাস পেছানো হলে তার জন্য সেশনজট সৃষ্টি হবে। এর ফলে আমাদের শিক্ষাজীবন থেকে ১ বছর হারিয়ে যাবে। তাই এই সেশনজটের ক্ষতিপূরণ দিতে হবে।
৫. যদি এসব দাবি না মেনে করোনাকালে এসএসসি পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার সময়ে যদি কেউ করোনায় আক্রান্ত হয়, তাহলে তার দায়ভার সরকারকে নিতে হবে।
৬. যদি এসএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে অটো প্রমোশন দিতে হবে।

Share this post

scroll to top