দলবাজি-চাঁদাবাজি থেকে মানুষ মুক্তি পায়‌নি: জিএম কাদের

জনগণ অপশাসন থে‌কে মু‌ক্তি চায় বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘দেশের মানুষ দারিদ্র্য, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি।’ শনিবার (৭ নভেম্বর) জাপার বনানী কার্যালয়ে বাংলাদেশ জনদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব‌্য ক‌রেন।

জাপা চেয়ারম‌্যান ব‌লেন, ‘মানুষের এই মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতেই জাপার রাজনীতি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশাসন ও রাষ্ট্রের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে জাপা গণমানুষের প্রত্যাশা পূরণ করবে।’

জিএম কা‌দের বলেন, ‘অনেকে টাকার অভাবে সন্তানের চিকিৎসা করতে পারেন না। অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। সুশাসন নিশ্চিত হলে কেউ সুবিধাবঞ্চিত থাকতে পারেন না।’ তিনি বলেন, ‘আইনের শাসনের অভাবে রাস্তায় বের হলেই মানুষ খুন, গুম ও ধর্ষণের শিকার হচ্ছে।’

মতবিনিময় সভায় আরও বক্তব‌্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য অ‌্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, ফকরুল আহসান শাহজাদা, মো হেলাল উদ্দিন, এম.এ. রাজ্জাক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদল (বি.জে.ডি)-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব সেলিম আহমেদ, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র এসএম হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান হাবিব, আবুল হাসেম সরকার প্রমুখ।

Share this post

scroll to top