মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যূত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (৭ নভেম্বর) সাড়ে ১১টার দিকে সাতগাঁও রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলনগীর হোসেন জানান, তেলবোঝাই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা ও চট্রগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন রাইজিংবিডিকে জানান, তেলবোঝাই ট্রেনটির সাত বগি লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর যোগাযোগ স্বাভাবিক হবে।
নাইনচ্যূত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাচ্ছে। স্থানীয় মানুষ এই তেল সংগ্রহ করছেন বলেও জানান তিনি।