মাহমুদুল ইসলাম মিলন : করোনাকালে ময়মনসিংহে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করায় বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. হরিশংকর দাশকে এপ্রিসিশেন এওয়ার্ড প্রদান করা হয়েছে। দুপুরে নগরীর চড়পাড়ায় পারমিতা চক্ষু হাসপাতালে লাইন্স ক্লাব্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন খন্দকার সেলিমা রওশন এই এওয়ার্ড তুলে দেন।
লাইন্স ক্লাব্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন খন্দকার সেলিমা রওশন বলেন, ডা. হরিশংকর দাশ একজন গর্বিত লায়ন সদস্য। আমরা জেনেছি করোনা সংক্রমনের শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত তিনি চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে গেছেন। একদিনের জন্যও তার এ সেবা বন্ধ রাখেননি। ৭৩ বছর বয়সে তার এমন মানবিকতায় আমরা গর্বিত। এমন মানবিক চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই এওয়ার্ড প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ময়মনসিংহের সাধারন সম্পাদক রিয়াদ মাহবুব, লায়ন মাহবুবুল আলম, লায়ন মিজানুর রহমান লিটন, অধ্যক্ষ শাহাব উদ্দিন সহ লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের সদস্যবৃন্দ।