মুন্সীগঞ্জে ৩৫ ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩৫টি ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বাহেরকান্দি গ্রামের সুরু খানের পরিত্যক্ত বাড়ির পেছনে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মোল্লাকান্দিতে স্থানীয়দের মধ‌্যে সংঘর্ষ হলে ককটেল ব্যবহার করা হয়ে থাকে।

তিনি জানান, ককটেল উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ককটেল নিষ্ক্রীয় করার প্রক্রিয়া চলছে।

Share this post

scroll to top