ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পৌনে ৬টা নাগাদ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের ছোটবড়াই গ্রামের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শামছুন নাহার বাসনা (৪৫)। সে উপজেলার ফুলগাছিয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালপুরের তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে সকাল পৌনে ছয়টার দিকে ট্রেনটি পিঠাগুড়ি রেলব্রীজ এলাকা পার হওয়ার সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকা গৃহবধূ বাসনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মার যান। নিহতের পরিবারের লোকজন জানান, ডায়াবেটিকস থাকার দরুণ প্রতিদিনেই তিনি ফজরের নামাজ শেষে হাটতে বের হন। প্রতিদিনের ন্যায় আজও হাটতে বের হয়ে এ দূর্ঘটনা ঘটে।
উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।