লক্ষ্মীপুরে ৪ সংবাদকর্মীকে আইসিটি আইনে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন!

অ আ আবীর আকাশ : প্রকাশিত সংবাদের জের ধরে লক্ষ্মীপুরে ৪ জন সংবাদকর্মীকে আইসিটি আইনে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে স্থানীয় পত্রিকার সম্পাদক প্রকাশক পরিষদের ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীরা এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করে অচিরেই মামলা প্রত্যাহারের আহ্বান জানান বাদী রায়পুর পৌরসভার মেয়র খোকনের প্রতি। বক্তারা এসময় সংবাদকর্মীদের উপর সত্য প্রকাশের জের ধরে মনগড়াভাবে মামলা দিয়ে হয়রানি করাসহ সংবাদ কর্মীদের উপর দৃস্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান। এমনি ভাবে চলতে থাকলে সংবাদকর্মীরা কিভাবে দায়িত্ব পালন করবে? এমন প্রশ্নে সবার মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে!

দেশ উন্নয়নের মূলচালিকা শক্তির চতুর্থ খুঁটি মনে করলেও সংবাদকর্মীদের জন্য নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নেই। প্রশাসনিক বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য বিভিন্ন রকম বিধিনিষেধ তৈরি হলেও শুধুমাত্র সংবাদকর্মীরা রয়ে গেছে অবহেলায়। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান অনতিবিলম্বে সংবাদকর্মীদের সুরক্ষার জন্য নতুন করে আইন তৈরি করে যথাযথ দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করার জন্য।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সম্পাদক সাইদুর রহমান পাভেল, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিন রানা, আফজাল হোসেন সবুজ, গাজী মমিনসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

Share this post

scroll to top