ময়মনসিংহে অনুপ্রবেশকারীদের বাদ দিতে আ’লীগের প্রতিবাদ সমাবেশ

ইলিয়াস আহমেদ : ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগ কমিটিতে জামায়াত বিএনপির ১০ নেতাকে পদ দেওয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন আওয়ামীলীগের একাংশ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ুম, নুরুল ইসলাম খাঁ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, অর্থের বিনিময়ে ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কাজল শূন্যপদে ১০জন হাইব্রিড জামায়েত বিএনপির নেতাকে পদ দিয়েছে। যা সংগঠনটির গঠন বিরোধী। এইসব নেতাদের সংগঠন থেকে বাদ না দিলে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Share this post

scroll to top