ময়মনসিংহ জেলা প্রশাসনের ২৮ অক্টোবর পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী ময়মনসিংহে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা পজেটিভ হয়ে মারা গেছে ৩৭ জন।
এদিকে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৪৭টি নমুনা পরীক্ষা শেষে নতুন করে ১৬ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জনই ময়মনসিহ সিটি কর্পোরেনের বাসিন্দা। বাকিরা অন্যান্য উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮শ ৩১ জন।
এছাড়া জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কভিড চিকিৎসা কেন্দ্রে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন ও হোম আইসোলেশনে আছেন ১৬৭ জন। জেলায় এখন আর স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতা নেই। জেলা সদরের নগর এলাকা ছাড়া জেলার আর কোথাও মাস্ক ব্যবহারের কোন বালাই নেই।