চীন সফরের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
চীনে কানাডার কয়েকজন ‘উচ্চপর্যায়ের’ ব্যক্তি গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে এই ভ্রমণ সতর্কতা জারি করল। মার্কিন পররাষ্ট্র দফতর তাদের হালনাগাদ পরামর্শে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের চীন ত্যাগের ক্ষেত্রে অযৌক্তিকভাবে বাধা দেয়া হচ্ছে।
নতুন ভ্রমণ সতর্কতায় বলা হয়, কথিত প্রস্থান নিষেধাজ্ঞার আওতায় চীন বিদেশী নাগরিকদের সে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছে। চীনের কথিত এ নিষেধাজ্ঞাকে দমনমূলক বলে বর্ণনা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ভ্রমণ সতর্কতায় যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন নাগরিকেরা চীনে আটক হতে পারেন। সেখানে তাদের কনসুলার সেবা থেকে বঞ্চিত করা হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে অবহিত করা নাও হতে পারে। গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য কানাডায় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে এবং কোম্পানির সিএফও মেং ওয়ানঝুকে গ্রেফতার করা হয়।
চীনে ১৩ কানাডীয় আটক
রয়টার্স
ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত চীন মোট ১৩ কানাডীয়কে আটক করেছে বলে জানিয়েছে অটোয়া।
যুক্তরাষ্ট্রের অনুরোধে টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের পর থেকে এদের আটক করা হয়, বৃহস্পতিবার কানাডার সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। আটক ১৩ জনের মধ্যে বেইজিং এরই মধ্যে অন্তত আটজনকে ছেড়ে দিয়েছে বলেও নিশ্চিত করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতমাসের শুরুর দিকে ভ্যাঙ্কুবারে বিমান বদলানোর সময় কানাডীয় কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হন হুয়াওয়ের সিএফও মেং।