নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, সাবেক যুবদল নেতা শরাফ উদ্দিন কোহিনুর, শাহ শিব্বির আহমেদ বুলু, আবু সায়িদ প্রমু। পরে আনন্দ মিছিল বের করলে বাতিরকলমোড়ে পুলিশী বাঁধায় মিছিলটি ফিরে এসে নতুনবাজার মোড়ে শেষ হয়। এদিকে মহানগর যুবদলের সভাপতি জোবায়ের হোসেন শাকিলের নেতৃত্বে নওমহল এলাকা থেকে একটি মিছিল বের করলে নতুনবাজার মোড়ে কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে বাঁধা দেয়া হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এছাড়া বিএনপির মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টুটুর নেতৃত্বে একটি মিছিল বাগানবাড়ি এলাকা থেকে বের হয়ে নতুনবাজার, গঙ্গা দাস গুহ রোড প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ বরে। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও এনামুল হক আকন্দ লিটন, বিএনপি নেতা রতন আকন্দ, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আতাহার হোসেন তালুকদার রিপন,মহানগর যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল ও যুগ্ম আহবায়ক নুরুল আমিন। ##