টানা ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেল দিয়ে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে এ নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
এর আগে গত ১৫ অক্টোবর দুপুর থেকে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সম্পুর্ণ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচলকারী যাত্রীরা।
শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, আজ (সোমবার) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি কিশোরী ও কাকলি।
ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিলারের মাঝ পদ্মা নদী দিয়ে চলাচল করছে। ড্রেজিংয়ের সাহায্যে এই চ্যানেলটি নতুন করে করা হয়েছে।
এখন ছোট ও মিডিয়াম আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। রাতের বেলা ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।