রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কোতোয়ালি জোনের টাউন সাব-ইন্সপেক্টর বাবুল শেখ নিহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর কাজ শেষে মোটরসাইকেলে যাত্রাবাড়ীর সামাদনগরে নিজ বাসায় ফিরছিলেন ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। এ সময় যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলার আড়তের সামনে পৌঁছালে, পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে, তিনি গুরুতর আহত হন।

পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত চালক দেলোয়ার হোসেন ও হেলপার জাকির হোসেনকে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে কাভার্ডভ্যান।

Share this post

scroll to top