নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবন মধ্যবর্তীস্থান বেতাগৈর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপন করার দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে হাজারো এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে বীর বেতাগৈর ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে মিছিল সহকারে শতশত গ্রামবাসি মধুপুর বাজারে এসে ত্রিশাল-কানারামপুর-তাড়াইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ এবং ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে। সড়ক অবরোধের সময় হাজারো মানুষের উপস্থিতির কারণে আধা ঘণ্টার মধ্যেই সড়কে যানজট সৃষ্টি হলে আয়োজকরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ও ৩০ মিনিট বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান শামীম, যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন জীবন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মন্ডল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন কাঞ্চন, সাংবাদিক এম এ মোতালেব, প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল, ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তপন, আওয়ামী লীগ নেতা শাহজাহান মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, শিক্ষক হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, ওলামা লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, প্রচার সম্পাদক বাবুল মীর, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তফিকুল ইসলাম রনি ও শেখ রাসেল স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক এনামুল হকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নান্দাইল উপজেলার ১নং বেতাগৈর ইউনিয়নতে ভাগ করে বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ গঠনের পর বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য জায়গার প্রয়োজন হয়। বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন তার বাড়ির পাশে কার্যালয় স্থাপনের চেষ্টা করছেন বলে বক্তারা অভিযোগ করে বলেন, ইউপি কার্যালয়ের নতুন ভবনটি ইউনিয়নের মধ্যস্থলে স্থাপন করা হলে কারো আপত্তি নেই। কিন্তু ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন তাঁর বাড়ির সামনে ভবন নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছেন। এর প্রতিবাদেই ইউনিয়নবাসী ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। মধুপুর বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের এক কিলোমিটার দুরে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে বেতাগৈর গ্রামে প্রাইমারি স্কুল, ইউনিয়ন মার্কাস মসজিদ, তিনটি মাদরাসা ও দি ব্রহ্মপুত্র স্কুল এন্ড কলেজ রয়েছে বলে জানিয়ে বক্তারা বলেন, এলাকাটি মধ্যবর্তীস্থান হওয়ায় ইউনিয়ন পরিষদের নতুন ভবন স্থাপন করা হলে সবার জন্যই যাতায়াত সহজ হবে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন সাংবাদিকদের বলেন, নতুন ভবন নির্মাণের জন্য এখনও স্থান নির্ধারণ করা হয়নি। আন্দোলনকারীরা তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপির সমর্থন নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। #