ময়মনসিংহে বেপরোয়া শামীম এন্টারপ্রাইজ বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেপরোয়া গতির শামীম এন্টারপ্রাইজ লি: এর একটি বাসের ধাক্কায় প্রাণ গেলো ২জনের। নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী কিশোর ও আরেকজন ৩০ বছর বয়সী যুবক। নিহতদের একজনের নাম সাব্বির(৩০) ও অপর কিশোরের পরিচয় এখনও অজ্ঞাত বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

জানাযায়, ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের গালাহার এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজের (বাস নং- ঢাকা মেট্রো ব- ১৪০৬৯৯) নান্দাইলমুখী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হন। আহত হন আরো ৪ জন। আহতদের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সাব্বির নামে আরো একজন মারা যান। আহত অপর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করার পর বেপরোয়া গতির শামীম এন্টারপ্রাইজ বাসকে আটক করতে সচেষ্ট হয় পুলিশ। আহতদের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানেও একজন মারা যান। ধুমড়েমুচড়ে যাওয়া সিএনজটি উদ্ধার করা হয়েছে। বাস চালক পলাতক রয়েছে।

Share this post

scroll to top