প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের চরাঞ্চলের শতাধিক চাষিদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা।
বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সদর উপজেলার চরসিরতা বাজারে শস্য বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক সাদেকুর রহমানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ ববি, কোতোয়ালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এসময় জাতীয়তাবাদী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ শাহীন, সিদ্দিকুর রহমান মিন্টু, জাহিদুল ইসলাম মনু, জেলা বিএনপি’র সদস্য সিদ্দিকুর রহমান তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী খোকন, জেলা কৃষকদলের সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।