নেত্রকোনা-ঢাকা-মোহনগঞ্জ রেল সড়কের একটি আন্তঃনগর ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক বগি সংযোজন করা হয়েছে।
‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি অত্যাধুনিক ১৪টি বগি নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় পৌঁছায় নেত্রকোনার বড় স্টেশনে। এ সময় ট্রেনে আসা বিমান ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক সচিব সাজাজাদুল হাসানকে অভ্যর্থনা জানানো হয়। এই রুটে এমন অত্যাধুনিক বগি সংযোজনে ভূমিকা রাখায় তার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় নেতারা।
এ সময় সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী, ডিসি কাজি মো. আবদুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, রেড ক্রিসেন্টের সম্পাদক ও আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ স্থানীয় নেতা অন্যান্য নেতাকর্মীদের নিয়ে স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন। ঢাকার কমলাপুর স্টেশন থেকে দুপুর ২টায় নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসে।
স্টেশন মাস্টার মো. রাফি উদ্দিন জানান, ট্রেনে ৬৩৮টি আসন নিয়ে ১৪টি বগি সংযোজন হয়েছে। এরমধ্যে এসি কেবিন একটি বগি, এসি চেয়ার একটি বগি ও শোভন চেয়ারে ১২টি বগি।
এর আগে ২০১৫ সালে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তঃনগর এই ট্রেনটি চালু করা হয়।