আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ময়মনসিংহের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বুধবার দলটির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এতথ্য জানান। তবে অনেক ইউনিয়নে বিএনপি এখনও কোন প্রার্থী পাচ্ছে না।
তিনি জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছেন দলের উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত পাঁচ নেতা।
ময়মনসিংহ জেলায় বিএনপির মনোনয় যারা পেলেন তারা হলেন-
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে আমিনুল ইসলাম খান মনি
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে মো. জিয়া উদ্দিন
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে শেখ মো. মিজানুর রহমান।
যেসব ইউনিয়নে প্রার্থী পাচ্ছেনা বিএনপি, সেগুলো হলো-
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা
ময়মনসিংহ সদর উপজেলার বোররচর
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও