টঙ্গীতে স্টিল মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ মোজাম্মেল (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ চারজনের মধ্যে তিনজনই মারা গেলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া চাওলাকান্দা গ্রামে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে মোজাম্মেলের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ অপর একজনের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
১১ সেপ্টেম্বর (শুক্রবার) ভোর ৪টার দিকে টঙ্গীতে স্টিল মিলে আগুন লাগে। এতে চার শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে দুলাল, রিপন ও সবশেষ মোজাম্মেল মারা যান। নিলয় নামে অপর একজন আইসিইউতে চিকিৎসাধীন।