জাতীয় সংসদের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির (সিবিএ) সাবেক সভাপতি আতর আলীকে সংসদ ভবন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, গত ৬ সেপ্টেম্বর তাকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ১৭ আগস্ট সচিবালয় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি সম্পর্কে অসত্য বক্তব্য দেন মোহাম্মদ আতর আলী। রাষ্ট্রপতি সম্পর্কে কোনো ব্যক্তির প্রকাশ্যে কোনো অসত্য বক্তব্য দেওয়া সংবিধান পরিপন্থী। এছাড়া, এমন আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালারও পরিপন্থী।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শোক দিবসের আলোচনা সভায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। কর্মচারীদের পক্ষ থেকে আতর আলী বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার থাকার সময় এ ধরনের অনুষ্ঠান হয়নি।’ এছাড়া, তিনি আরও কিছু নেতিবাচক বক্তব্য রাখেন।
এ বিষয়ে রোববার সিবিএ নেতা মো. আতর আলী সাংবাদিকদের বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য দেখিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরের দিন লিখিত জবাব দিয়েছি।’