ময়মনসিংহের গফরগাঁওয়ে সাব মার্সেবল পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া গ্রামের দরিদ্র কামাল মিয়ার ছেলে আরিফুল ইসলাম স্থানীয় বাড়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। করোনা জনিত কারণে মাদরাসা বন্ধ থাকায় আরিফুল ইসলাম প্রতিবেশী জনৈক ওয়াহিদুজ্জামানের ফলের বাগানে পানি দেওয়া ও পরিচর্চার কাজ করেন। রবিবার দুপুর ১২টার দিকে বাগানে পানি দেওয়ার জন্য ভিতরে অবস্থিত সাব মার্সেবল পানির পাম্পের সুইচ দেওয়ার সময় আরিফুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
সন্ধ্যায় নিহতের পিতা কামাল মিয়া লাশ দাফনের অনুমতি চেয়ে গফরগাঁও থানায় অপমৃত্যু মামলার এজাহার দায়ের করেন। কামাল মিয়া বলেন, আমার কোন অভিযোগ নাই। আল্লায় আমার পুতের মৃত্যু এই উসিলায় রাখছিন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই আনোয়ার হোসেনকে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।