ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়া (৫৫) নামে এক একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি নগরীর রাম কৃষ্ণ মিশন রোড এলাকায়। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৩৩ জনে।
এদিকে জেলায় আরো ১২ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন ও সদরে ৫ জন, ঈশ্বরগঞ্জে দুইজন, তারাকান্দায় দুইজন, ত্রিশালে দুইজন ও ফুলপুরে একজন রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৭৬ জন।
আজ ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন তিন হাজার ৯৪ জন।