বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। আর এ জন্য নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পর সহিংসতা, দমন-পীড়ন ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সব অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ নিউ ইয়র্ক থেকে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক এ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু ও নারীসহ বাংলাদেশের সব নাগরিককে অবশ্যই নিরাপদ ও আস্থাশীল থাকতে হবে। নাগরিক সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদের তাদের ভূমিকা পালনে পূর্ণ সমর্থন দিতে হবে।
বিবৃতিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জাতিসঙ্ঘের প্রতিশ্রুতি মহাসচিব পুর্নব্যক্ত করেন।