নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হচ্ছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বাসিন্দা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও তার মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার এ রিট দায়ের করবেন।
রোববার (০৬ সেপ্টেম্বর) এই দুই আইনজীবী বলেন, নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করে স্ব-প্রণোদিত আদেশের জন্য প্রার্থনা করেছিলাম। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ কোনো আদেশ না দিয়ে আমাদের লিখিত আবেদন দিতে বলেছেন। আগামীকাল আমরা লিখিত আবেদন নিয়ে কোর্টে যাবো।
রিটে বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশনা চাইবো।
নারায়ণগঞ্জে ওই মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১২ জন।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।