ময়মনসিংহ কোতোয়ালী থানা কর্তৃক ময়মনসিংহ জেলার পিবিআই কর্তৃপক্ষ খবর পান যে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। সংবাদ প্রাপ্তির পর উক্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই, ময়মনসিংহ জেলার ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ডিজিটাল পদ্ধতিতে অজ্ঞাত মৃত ব্যক্তির দুই হাতের আঙ্গুলের ছাপ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। জানা যায়, মৃত ব্যক্তির নাম মোঃ রুস্তম আলী, পিতা-দুলু মিয়া, মাতা-সুরুফা বানু, ওয়ার্ড নং-১৯, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।