কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুই ইউনিয়নে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশুসহ তিনটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামে এবং দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- হাফসরদিয়া গ্রামের জামান ভূঁইয়ার ছেলে সায়ন (৫) ও মিলাত ভূঁইয়ার মেয়ে মুন আক্তার (৪)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন এবং উপজেলার কাঁঠালকান্দি গ্রামের কাজল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় সায়ন ও মুন। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুর ১টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে বর্ষার পানিতে সুমাইয়া পড়ে যায়। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।