রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫ লাখ ৮৮ হাজার ৯০০ টাকাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
আটকরা হলেন— জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৩৫) ও মাদক সম্রাজ্ঞী মোসা. রেহেনা (৩৩)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাফরুল থানাধীন একটি আবাসিক ভবনের নিচতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান ও নগদ টাকাসহ এ দুজনকে আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, আটক দুইজন রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম।