ময়মনসিংহ সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শীঘ্রই যোগ দিবেন সুরাইয়া আক্তার লাকী। তিনি এর আগে জামালপুরের ইসলামপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সুরাইয়া আক্তার লাকী ইতোমধ্যে আগের কর্মস্থল থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সুরাইয়া আক্তার লাকীকে ইতোমধ্যে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকীর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকীর কর্মজীবন তুলে ধরে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আবু তাহের, ইসলামপুর থানার ওসি (তদন্ত) আনছার উদ্দিন,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্যরা বক্তব্য রাখেন ।