ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতের নাম তন্না চৌহান। তিনি শম্ভুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সকালে সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জ পুরাতন গরুহাটা বাজারের পাশে একটি গরু বিদ্যুতের খুঁটি তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পাশের বাড়ির এক নারী দা দিয়ে বৈদ্যুতিক তার কেটে গরুকে বাঁচাতে চাইলে ঘটনাস্থলেই গরুসহ নারী মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, এই ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।