বাঞ্ছারামপুরে জোড়া খুনের ঘটনায় মামা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থী ভাই-বোন খুনের ঘটনায় মামা বাদল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে ও মেয়েকে ঘরের ভেতর গলা কেটে হত্যা করা হয়। ওইদিন নিহতদের মামা বাদল মিয়া ওই বাড়িতে ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি উধাও হয়ে যান। টাকার লেনদেন নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি হত্যাকাণ্ড। জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share this post

scroll to top