বাঞ্ছারামপুরে খাটের নিচে মিলল প্রবাসীর ছেলে-মেয়ের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাড়ির খাটের নিচ থেকে কামরুল ইসলাম (১০) ও সিফা আক্তার (১৪) নামে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ছলিমাবাদ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কামরুল ও সিফা ওই গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের সন্তান।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, ওই দুই ভাই-বোন নিখোঁজ ছিল। তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন জায়গায় খোঁজার পর ঘরের ভেতর খাটিয়ার (খাট) নিচে মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share this post

scroll to top